একটা থানায় আগুন লাগালে সোজা হবে পশ্চিমবঙ্গের বাকি থানা গুলো।” বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক, তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃনমূলের কর্মী সমর্থকেরা। আর এই বিতর্কিত মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তাঁর বিরুদ্ধে অশোকনগর থানার অভিযোগ করেছেন তৃনমূলের কর্মীরা।

জানা গেছে, সম্প্রতি বিজেপি বিধায়ক স্বপন মজুমদার নৈহাটি রোডের ওপর বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশকে হুমকি দেন। গত ২৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সামনে গ্রামীণ মন্ডল সভাপতি দিলীপ বৈদ্যকে মারধরের হুমকি দেয় স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী। এরপর বিজেপির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আর তারই প্রতিবাদে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তাঁর বক্তৃতায় পুলিশকে মেরে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। তিনি বলেন, “আইসি বা ওসি কে রয়েছে জানি না, যে এই কাজ করেছে, তাকে গ্রেফতার করে সাজা না দিলে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলন করে এই ওসি যেই থানায় বসে সেখানে আগুন লাগাব। একটা থানায় আগুন লাগালে পশ্চিমবঙ্গের বাকিগুলো সোজা হবে।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “তৃণমূল নেতাগুলি এখন যেমন গাছে বাধা পড়ছেন, ওসিদের মারতে হবে। ওসি আর আইসিগুলি প্রশিক্ষণ নিয়ে এসেছে কালীঘাট থেকে, যে তোমার চামচাগিরি আমি করে দেব।” আর এই বক্তব্যের পর থেকেই শুরু হয় ব্যাপক রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের পাশাপাশি পুলিশের তরফ থেকেও বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বলা হচ্ছে, বিজেপি বিধায়কের মন্তব্য এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *