চরম ভয়ানক পরিস্থিতি সিকিমে, অবশেষে নামলো সেনা
নিজস্ব সংবাদদাতা : চরম ভয়াবহ পরিস্থিতি সিকিমে। রাত থেকে পরিস্থিতি ভয়ানক আকার ধারন করে। সিকিমের বিভিন্ন এলাকায় সেনা নামানো হয়। অন্ধকার হয়ে থাকায় উদ্বার করতে দেরী হয়ে যায় সেনাবাহিনীর জওয়ানদের। দুপুর আড়াইটের পর থেকে এদিন প্রবল বৃষ্টি শুরু হয় সিকিমে। আপাতত প্রশাসনের তরফ থেকে পর্যটক দের নিষেধ করে দেওয়া হলেও বহু পর্যটক একেবারে সিকিমে ঢুকবার জায়গাতে বসে আছেন এবং অপেক্ষায় আছেন, তারা একদিকে না পারছেন ঢুকতে না পারছেন ফিরে যেতে। জিনিস পত্রের দাম প্রায় দ্বিগুন হয়ে গেছে সিকিমে, জল এবং বিষ্কুট বিক্রি হচ্ছে একশো টাকায়। যেকোন ভাড়া বেড়ে তিনগুন হয়ে গেছে সিকিমে।
এদিকে সেনাবাহিনীর জওয়ানেরা এবং স্থানীয় মানুষ যৌথভাবে উদ্বার কার্য শুরু করে দিয়েছেন। একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটক দের সিকিমে ঢোকা। অধিকাংশ জায়গাতে সন্ধ্যার পরে লোডসেডিং হয়ে থাকছে সিকিমে। ফলে উদ্বার করতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে যাচ্ছেন সেনাবাহিনীর জওয়ানেরা। সিকিম এবং সিকিমের আশেপাশের বেশ কিছু এলাকাজুড়ে ধস নামায় রোজকার জীবন একেবারেই বন্ধ হয়ে গেছে স্থানীয় মানুষের। পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে জানিয়েছে সিকিমের সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারেরা।