জিতে গেল টীম ইন্ডিয়া, ব্যাপক বাধ ভাঙা উল্লাস শিলিগুড়িতে
শিলিগুড়ি : রাত এগারোটা কুড়ি হার্দিকের শেষ বল হতেই যেন একসাথে নেচে উঠল “একশো পঞ্চাশ কোটি” মানুষ। তার সাথে শিলিগুড়িও। এত রাত এর মধ্যে বৃষ্টি, তার মধ্যে কয়েক হাজার লোক শিলিগুড়ির ভেনাস মোড়ে। এত লোক? তাও জাতীয় পতাকা নিয়ে? স্বাধীনতার পরেও এত লোক কিভাবে? এও সম্ভব? ক্রিকেটের প্রতি টান না থাকলে হতে পারে না এত ভীড়, দেশের জয়ে তখন শিলিগুড়ির ভেনাস মোড়কে মনে হচ্ছিল সন্ধ্যা। কোথা কোথা থেকে মানুষ আসছিলেন কেউ বুঝতেই পারছিল না, সেই হিরো কাপ থেকে আজকের টি ২০ বিশ্বকাপ শিলিগুড়ি প্রমান করে দিয়েছে ক্রিকেট পাগল হলে এই রকমই হতে হয়।
জাতীয় পতাকা গায়ে নিয়ে শিলিগুড়ির মানুষের বাধভাঙা উল্লাশ দেখল মানুষ। অনেক দিন পরে ভারতের বিশ্বজয়ে শিলিগুড়ি ছিল নিজের মেজাজে, এবার আর ব্যার্থ নয় সকাল থেকে সন্ধ্যায় মানুষের যে উত্তেজনা ছিল তা শেষ পর্যন্ত আনন্দের মধ্যে দিয়ে শেষ হল এটাই সবচাইতে সুখের। শিলিগুড়ি প্রমান করে দিলো আধুনিক হলেও সবকিছু এখনো শেষ হয়ে যায় নি, ক্রিকেট যে দেখিয়ে দিল সবকিছু। ভারত আবার বিশ্বের সেরা, এই অনূভুতিই তো একেবারে আলাদা।