পাহাড়ে বৃষ্টির কারনে তাপমাত্রা কমল শৈল শহরে
দার্জিলিং : কয়েক দিন ধরেই পাহাড়ে বৃষ্টির কারনে তাপমাত্রা কমে গেছে দার্জিলিং এ, এদিন পাহাড়ের তাপমাত্রা অনেকটাই কমে যায়। আজকে সকাল থেকেই বৃষ্টির কারনে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড়ে। পর্যটকরা সকালে বাইরে গিয়েও আবার হোটেল এ ফিরে যান। বৃষ্টির কারনে এদিন পর্যটকরা হোটেল ছেড়ে বাইরে যান নি। ঝিরঝির বৃষ্টির কারনে এদিন দার্জিলিং এ ঠান্ডা পড়ে যায়। আকাশ কালো হয়ে থাকায় কেউ বাইরে বের হন নি। একে বৃষ্টির কারনে পাহাড়ে আসা বন্ধ করে রেখেছেন পর্যটকরা। যারা আছেন তারাও বাইরে থাকতে চাইছেন না। বাইরে থাকতে চাইছেন না কেউ ই। গত তিনদিন ধরে দার্জিলিং এ বৃষ্টির কারনে একেবারেই বন্ধ স্বাভাবিক জীবন, তার উপরে ধস এর ভয়ে আর বাইরে টাকার ইচ্ছে নেই তাদের জানিয়েছেন তারা।