খাজুরী গ্রামীণ মেলা ২০২০ অনুষ্ঠিত হচ্ছে নদিয়ার খাজুরীতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নদিয়ার খাজুরীতে চলছে খাজুরী গ্রামীণ মেলা ২০২০।নদিয়ার ধুবুলিয়া থানার খাজুরী গ্রামে খাজুরী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাজুরী গ্রামীণ মেলা ২০২০ চলছে গত ২৫ জানুয়ারি থেকে। এই মেলার এটাই প্রথম বর্ষ। এই মেলা চলছে গ্রামের ১৫ থেকে ২৫ বছর বয়সি যুবকদের উদ্যোগেই।মেলার প্রথম দিন শনিবার ছিল বহুমুখী সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেমন- অঙ্কন, কবিতা আবৃত্তি, দৌড়, যেমন খুশি সাজো প্রভৃতি। কিন্তু সবার আকর্ষণের কেন্দ্র বিন্দু ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। রাতে বাউল গানের আসর ছিল সারা রাত্রি ব্যাপি।

রবিবার থেকে শুরু হয়েছে সর্ট গ্রাউন্ড ক্রিকেট প্রতিযোগিতা। এতে ৩০ টির বেশি দল অংশ গ্রহণ করে। রাত্রিতে অনুষ্ঠিত হয়েছিল মডার্ণ ড্যান্স।আর সোমবার দিনে অনুষ্ঠিত হয়ে ছিল ফাইনাল ক্রিকেট খেলা, আর রাত্রি বেলায় আয়োজন করা হয়েছিল কলকাতার সুবিখ্যাত শিল্পি সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান এর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *