ছুটবে শব্দের থেকেও ৫ গুণ বেশি গতিতে! চিন-পাকিস্তানের রাতের ঘুম উড়বে ভারতীয় সেনার এই মিসাইলে
বেস্ট কলকাতা নিউজ : আরও শক্তি বাড়ল ভারতীয় সেনার। এবার সফলভাবে পরীক্ষা করা হল লং রেঞ্জ হাইপারসোনিক মিসাইল। ওড়িশার উপকূল থেকে এই লং রেঞ্জ মিসাইল উৎক্ষেপণ করা হয়। নতুন এই মিসাইল সংযোজন হওয়ায় আরও শক্তি বাড়ল বায়ুসেনার। সীমিত সংখ্যক দেশের কাছেই এই শক্তিশালী মিসাইল সিস্টেম রয়েছে। সেই তালিকাতেই নাম সংযোজন হল ভারতেরও। দ্রুতগতির এই মিসাইল নিশানায় নিখুঁত হামলা করে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এটিকে “ঐতিহাসিক মুহূর্ত” বলে অ্যাখা দেন। তিনি লেখেন, “এটা ঐতিহাসিক মুহূর্ত এবং দেশের জন্য উল্লেখযোগ্য সাফল্য।”
ডিআরডিও এই মিসাইল তৈরি করেছে। চলতি সপ্তাহেই ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই লং রেঞ্জের মিসাইল পরীক্ষা করা হয়। এই হাইপারসনিক মিসাইলের রেঞ্জ ১৫০০ কিলোমিটারেরও বেশি। ভারী পে-লোড বহন করতেও সক্ষম এই মিসাইল। সাধারণত, শব্দের গতির তুলনায় ঘণ্টায় পাঁচগুণ বেশি গতিতে যেতে পারে এই হাইপারসনিক মিসাইল। অ্যাডভান্সড হাইপারসনিক মিসাইলগুলি আরও গতিতে এগোতে পারে। তবে বর্তমানে হাইপারসনিক মিসাইল তৈরিতে এগিয়ে রয়েছে রাশিয়া ও চিন। সেই তালিকায় সংযোজন হল ভারতও। ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, ইরান, ইজরায়েলও এই মিসাইল তৈরি করছে।