বাচ্চাদের কাছে নেশার জিনিস বিক্রি করবেন না অনুরোধ জানালেন ” প্রাইড ওয়ার্ক ” করা স্বেচ্ছা সেবী সংস্থার কর্মীরা
শিলিগুড়ি : বাচ্চাদের কাছে কোন ধরনের নেশার জিনিস কোনভাবেই বিক্রি করবেন না। শিলিগুড়িতে ” প্রাইড ওয়ার্ক ” ওয়ার্ক করতে আসা স্বেচ্ছাসেবী কর্মীরা অনুরোধ করলেন দোকানদার দের। সংস্থার কর্মীরা জানিয়েছেন , বাচ্চাদের হাতে যাতে কোনভাবেই নেশার জিনিস তুলে দেওয়া না হয় সেদিকে নজর রেখে কাজ করে চলেছেন তারা। গোটা উত্তরবঙ্গ জুড়ে তারা এই কাজ করে যাচ্ছেন।
তারা আরও জানিয়েছেন উত্তরবঙ্গের মধ্য শিলিগুড়িতে বাচ্চাদের হাতে সবচাইতে বেশি নেশার জিনিস পৌঁছে যায়। আসক্তি জমে যায় বাচ্চাদের মধ্য। এটা কমাতে হবে, তাদের অভিভাবকেরাও চিন্তিত এবং দুঃখিত। তাই আমরা পথে নেমেছি এই ” প্রাইড ওয়ার্ক ” এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে। যে ছোট ছোট ছেলেমেয়েদের যেন কোনভাবেই নেশার আসক্তিতে না ফেলা হয়। এতে সমস্যা বাড়ে , প্রাইড ওয়ার্ক আমাদের কাছে একটা লক্ষ্য। আমরা এই প্রাইড ওয়ার্ক এর মাধ্যমে মানুষের কাছে চেতনা পৌঁছে দিতে চাই, যে নেশা থেকে দূরে থাকুন। যদি কিছু করতে পারি তবেই বুঝবো সফল হয়েছি আমরা।