শিশুর শ্বাসনালী থেকে জটিল অস্ত্ৰপ্রচার করে বাঁশি বের করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকেরা
জলপাইগুড়ি : খেলতে খেলতে শিশুর শ্বাসনালীতে আটকে গিয়েছিল বাঁশি। তা বের করতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন বাবা এবং মা। শেষ পর্যন্ত আর না পেরে পরিমড়ি করে দৌড়ালেন তারা। ভর্তি করে দিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সেখানে জটিল অস্ত্ৰপ্রচার করে শিশুরটির শ্বাসনালী থেকে বাঁশি বের করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকেরা। অপেরেশনের পর শিশুটি ভালো আছে এবং সুস্থ আছে বলেও এদিন তারা জানান। তবে অনেকটা দুর্বল , ওর বাবা মা জানান কিভাবে খেলতে খেলতে গলায় ঢুকে গিয়েছিল ওই বাঁশি, কিছুতে বের করতে পারছিলাম না , ডাক্তারবাবুরা রক্ষা করলেন আমার এবং আমার পরিবারকে। তাদের কিভাবে ধন্যবাদ দেব, বোঝাতে পারবো না।
