এবার জলপাইগুড়ি সেরা ফেলের রেকর্ডে , ফলাফল দেখে অবাক অনেকেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : পরীক্ষা দিয়েছিলো ৩৫০০০ এদের মধ্য ফেল করেছে ৭০০০, বাংলার অন্যতম সেরা জেলা জলপাইগুড়ির এই ফলাফল অবাক করে দিয়েছে সকলকে। একসময় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কলকাতা এবং অন্যান্য জেলার সাথে সমানে সমানে পাল্লা দিয়ে চলত জলপাইগুড়ি জেলা, কিন্তু সময় বদলে গেছে , বদলে গেছে ছাত্র-ছাত্রীদের মানসিকতা, এরই কারণে কি এই ফলাফল ? এই প্রসঙ্গে জলপাইগুড়ির এক প্রবীণ শিক্ষক জানান খারাপ লাগছে এই ফলাফলে , সারা বাংলার মধ্যে এই ফলাফল একটি বিষন্ন করেছে আমাদের, যেখানে একের পর এক নামকরা এবং ভালো স্কুল আছে জলপাইগুড়িতে, সেখানে এই ধরনের ফলাফল ভাবাই যায় না। এত ফেল করলো কি কারনে ? গোটা জলপাইগুড়ি শহরে এবার খুব খারাপ হয়েছে মাধ্যমিকের ফলাফল, অভিভাবকেরাও বুঝতে পারছেন না খারাপ ফলাফল ঠিক কি কারনে? অনেক অভিভাবকেরা জানিয়েছেন ছেলেমেয়েরা মন দিয়ে পড়াশোনা করছে পড়তে যাচ্ছে তাও এই ফলাফল হতাশ হয়ে গেছে জলপাইগুড়ি, সত্যি হতাশ জলপাইগুড়ির মানুষজন। আর এরকম খবর তো সবাইকে হতাশ করবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *