পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মীদের পিএফ মেটাতে হবে আগামী ৪ চার মাসের মধ্যে, এক বিরাট নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ, পিএফের টাকা আগামী চার মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে ৷ এমনই নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এদিন পরিবহণ দফতরের সচিব এবং অর্থ দফতরের সচিবকে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া মিটিয়ে দিতে নির্দেশও দিয়েছেন ৷ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এ দিন বলেন, “কর্মচারীদের চাকরি জীবনের একটা দীর্ঘ সময়ে পঁচিশ থেকে তিরিশ বছর ধরে চাকরির থেকে কিছু পরিমাণ অর্থ কেটে রাখা হয় ৷ সেটাই অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের থেকে তাঁদেরকে ফেরত দেওয়া হয় ৷ সেই টাকা তো হাওয়ায় উবে যেতে পারে না ! অবিলম্বে তাঁদের বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে ৷”

পরিবহণ দফতরের শতাধিক অবসরপ্রাপ্ত কর্মী তাঁদের পিএফের টাকা পাচ্ছেন না-বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ একাধিকবার নির্দেশ দেওয়ার পরেও, কর্মচারীদের টাকা না-মেটানোয় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় পরিবহণ দফতরের সচিব, রাজ্যের অর্থ সচিব এবং কর্মচারী প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্রকে এ দিন আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেয় ৷

এ দিন সেই মতো হাজিরা দিয়ে আধিকারিকদের তরফে জানানো হয়, ১৭ জনের টাকা বকেয়া না-মেটানোর অভিযোগ উঠেছিল ৷ তাঁদের টাকা ইতিমধ্যেই ২ ০ জুন ও ২ জুলাই দু’দফায় মিটিয়ে দেওয়া হয়েছে ৷ কিন্তু মামলাকারীদের আইনজীবীর বক্তব্য ছিল, পরিবহণ দফতরের আরও অন্তত ১৫০ জন অবসরপ্রাপ্ত কর্মচারীর টাকা বকেয়া রয়েছে ৷ তাঁদের টাকা দ্রুত মেটানোর আর্জি জানানো হয় ৷ সেই মতো বিচারপতি এদিন আগামী চার মাসের মধ্যে তাঁদের পিএফের বকেয়া টাকা মেটাতে নির্দেশ দিয়েছেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *