আমেরিকাবাসী বাঙালি অর্থনীতিবিদ ১ হাজার অক্সিজেন কনসেনট্রেটর পাঠালেন স্বদেশের মাটির টানে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রবাসী বাঙালি বাংলায় ১ হাজার অক্সিজেন কনসেনট্রেটর পাঠালেন শিকড়ের টানে। স্বদেশের করোনা রোগীদের সেবায় অক্সিজেন কনসেনট্রেটর পাঠানো ছাড়াও একটি সেবা প্রতিষ্ঠানও গড়তে চান আমেরিকার বসবাসকারী ড. প্রদীপ ঘোষ৷

রামকৃষ্ণ মিশনের কৃতী ছাত্র অর্থনীতিবিদ ড. প্রদীপ ঘোষের পাঠানো ১ হাজার অক্সিজেন কনসেনট্রেটরের মধ্যে রাজ্যের স্বাস্থ্য দফতরকে দেওয়া হয়েছে ৩৫০ টি কনসেনট্রেটর। মঙ্গলবার রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের হাতে কনসেনট্রেটরগুলি তুলে দেওয়া হয় নিউটাউনে একটি অনুষ্ঠানে। এছাড়াও প্রদীপবাবু ২০ টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন বিধাননগর কমিশনারেটের আওতাধীন নিউটাউনের টেকনোসিটি থানা, ইকোপার্ক থানা ও নিউটাউন থানায়। রাজারহাটে তৈরি হওয়া দশটি সেফ হোমের জন্য ৮০ টি কনসেনট্রেটর তুলে দেওয়া হয় মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক অদিতি মুন্সির হাতে ।সময় মতো দান করা হবে বাকি অক্সিজেন কনসেনট্রেটরগুলিও৷

প্রসঙ্গত,১৯৬৮ সালে প্রদীপ ঘোষ বিদেশ যান স্নাতকোত্তর পড়াশুনোর জন্য। ইকোনমিক্সে ডক্টরেট করেন নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে। তাঁর লেখা বই অন্তর্ভুক্ত আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পাঠ্যতালিকার। ২২ বছর হল অধ্যাপনা করেছেন বিদেশের বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বাংলার প্রতি টান কৃতি অর্থনীতিবিদের বিন্দুমাত্র কমেনি দীর্ঘদিন বিদেশে থাকলেও৷ সেই টানেই স্বদেশে পাঠিয়েছেন এক হাজার অক্সিজেন কনসেনট্রেটর।শুধু অক্সিজেন কনসেনট্রেটর দানই নয়, দেশে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়াও বাঙালি অর্থনীতিবিদের স্বপ্ন। যে প্রতিষ্ঠান মানুষের জন্য কাজ করবে করোনার মতো দুর্দিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *