১ অগস্ট আসছে সংশোধিত ভোটার তালিকার খসড়া! বিহারে পাকাপাকিভাবে বাদ পড়ছে ৬৪ লক্ষ ভোটারের নাম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিতর্ক থেকে চাপানউতোর, রাজনৈতিক অস্থিরতা, কোনও কিছুরই শেষ নেই। চর্চাও চলছে পুরোদমে। এরইমধ্যে বিহারে SIR প্রক্রিয়ার প্রথম পর্যায় শেষ করল জাতীয় নির্বাচন কমিশন। ৬৪ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া কার্যত চূড়ান্ত। অনিশ্চিত আরও ১.২ লক্ষ ভোটার। জাতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, প্রায় ২২ লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। প্রায় ৭ লক্ষ ভোটার একাধিক জায়গায় নাম নথিভুক্ত করে রেখেছিলেন বলে জানা যাচ্ছে।

প্রায় ৩৫ লক্ষ ভোটার হয় স্থানান্তর হয়ে গিয়েছেন অথবা তাদের ঠিকানায় গিয়ে খোঁজ পাওয়া যায়নি। বলছে নির্বাচন কমিশন। এদিকে নিবিড় সমীক্ষায় প্রত্যেক ভোটারের কাছেই আলাদা করে এনুমারেশন ফর্ম পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এমনকী শেষবেলায় যাতে কেউ বাদ না যায় তার জন্য আলাদা করে জোরও দেওয়া হয়েছিল। কথা বলেছিল বিহারের বড়বড় রাজনৈতিক দলগুলির সঙ্গেও। এদিকে তথ্য বলছে, ৬৪ লক্ষ তো বাদ যাচ্ছেনই, তা ছাড়াও ১.২ লক্ষ ভোটার এখনও এনুমারেশন ফর্ম জমাই দেননি। ফলে তাঁদের তালিকায় নাম থাকা না থাকা নিয়ে দেখা দিয়েছে সিঁদুরে মেঘ। আগামী পয়লা অগস্ট সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *