আর্মি ক্যান্টিনে কাজের অছিলায় পাকিস্তানের গুপ্তচরবৃত্তি, মিলিটারির হাতে ধরা পড়লো ১ যুবক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশের অন্দরেই লুকিয়ে শত্রুরা। আবারও ধরা পড়ল পাকিস্তানি গুপ্তচর। গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান সীমান্ত লাগোয়া জয়সালমীরের একটি গ্রাম থেকে এক ব্যক্তিকে বুধবার গ্রেফতার করল মিলিটারি ইন্টেলিজেন্স। ধৃত যুবকের নাম জীবন খান (৩০)। অপারেশন সিঁদুরের পর এই নিয়ে শুধুমাত্র জয়সালমীর থেকে পাক গুপ্তচর সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হল।মিলিটারি ইন্টেলিজেন্স সূত্রে খবর, জীবন দু’তিন বছর আগে জয়সালমীরের আর্মি ক্যান্টিনে কাজ করতেন। তারপর কাজ ছেড়ে চলে যান। ফের নতুন করে কাজ নিয়ে এই ক্যান্টিনে ফিরে আসেন। মিলিটারি স্টেশনের গেটে কর্তব্যরত সেনাবাহিনীর জওয়ানরা হঠাৎ লক্ষ্য করেন, জীবন ফোনে পাকিস্তান নিয়ে কিছু কথাবার্তা বলছে।

এরপরই সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। মেবাইল ঘেঁটে দেখা যায়, জীবন যার সঙ্গে কথা বলছিল, সে একজন পাকিস্তানের বাসিন্দা। এরপরই মোবাইল তল্লাশি করে একাধিক পাকিস্তানের বাসিন্দার নম্বর পাওয়া যায়। জীবন জানায়, পাকিস্তানে তাঁর আত্মীয় রয়েছে।পরে চাপের মুখে পড়ে জিজ্ঞাসাবাদে জীবন জানায়, ওই নম্বরগুলির মধ্যে বেশ কয়েকটি আইএসআই শীর্ষ কর্তার। এরপরই ওই মোবাইল বাজেয়াপ্ত করা হয় এবং জীবনকে জয়েন্ট ইনটেরোগেশন সেন্টারে তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের সময় ধৃত ব্যক্তি এও জানিয়েছেন যেৃ অপারেশন সিঁদুরের সময় জয়সালমীরে একাধিক জায়গায় সেনাবাহিনীর বিভিন্ন তথ্য এখানে লুকিয়ে থাকা আইএসআই এজেন্টরা সংগ্রহ করত। জয়সালমীরের সীমান্তবর্তী বিভিন্ন অংশে বহু বাসিন্দাই মোটা টাকার বিনিময়ে এজেন্টের কাজ করছে। যে কারণে ভারত-পাক সীমান্তের একাধিক তথ্য এবং সেনাবাহিনীর একাধিক কার্যকলাপের তথ্য আইএসআই-এর কাছে সহজে চলে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *