ইভিএম নয় ভোট হোক ব্যালট পেপারে , EVM কারচুপি রুখতে সুপারিশ গ্রহীত হল কর্ণাটক মন্ত্রিসভায়
বেস্ট কলকাতা নিউজ : ইভিএমের বদলে নির্বাচন হোক ব্যালট পেপারে ৷ এমনই চায় কর্ণাটকের মন্ত্রিসভা ৷ স্থানীয় নির্বাচন যাতে ব্যালট পেপারে করা হয় সেই মর্মে রাজ্য় নির্বাচন কমিশনকে পরামর্শও দিতে চলেছে তারা ৷ পরবর্তী সময়ে আইন সংশোধন করা হবে ৷ ভোটার তালিকা নিয়ে সম্প্রতি কারচুপির অভিযোগ উঠেছে ৷ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি থেকে শুরু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার করে ভুয়ো ভোটার ইস্যুতে সরব হয়েছেন ৷ এর আগে ইভিএম নিয়েও আপত্তি জানিয়েছিল বিরোধীরা ৷

এদিকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি একাধিকবার দাবি করেছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারচুপি করে বিজেপি নির্বাচনে জেতে ৷ আর তাই সুষ্ঠ ও অবাধ নির্বাচনের জন্য অতীতের ব্যালট পেপার ফিরিয়ে আনা ছাড়া উপায় নেই ৷ দীর্ঘদিন ধরে এই দাবিতে সরব হাত শিবির এবার চাপ আরও বাড়ল ৷ যদিও সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিতে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনের আয়োজন করা এখন কার্যত অসম্ভব ৷
কর্ণাটকে সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেসের মন্ত্রিসভা মনে করে স্থানীয় নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করা দরকার ৷ আর তাহলে এই ব্যবস্থা যে এখনও কতটা কার্যকর তা ভালোভাবে বোঝা যাবে ৷ জানুয়ারি মাসে ইটিভি ভারত জানিয়েছিল, জেলা এবং তালুক পঞ্চায়েত নির্বাচন ব্যালট পেপারের সাহায্যে করার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এবার তা আনুষ্ঠানিক রূপ পেল ৷ ক্যাবিনেটের সিদ্ধান্ত জানিয়ে আইন ও পরিষদীয় মন্ত্রী এইচকে পাতিল সাংবাদিকদের বলেন, “ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ একটা সময় ইভিএমের প্রতি ভোটারদের আস্থা ছিল ৷ এখন আর তা নেই ৷ সেই কারণে ক্যাবিনেট চায় স্থানীয় নির্বাচন হোক ব্যালট পেপারে ৷”