কেন্দ্রীয় বাহিনী নয় ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে , একমাত্র ভরসা রাজ্য পুলিশেই, জানালো রাজ্য নির্বাচন কমিশন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়। যে কোন মুহুর্তেই রাজ্যের নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করতে পারেন। আর তারই আগে কয়েকটি প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করছে। তবে কি এবারের পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী? সুষ্ঠু ভাবে নির্বাচন হবে তো ? এমনই সব প্রশ্ন ঘুরছে ।

তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার আস্থা রাজ্য পুলিশেই। এমনটাই জানা গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের একটি সূত্র মারফত অন্তত এমনটাই জানা যাচ্ছে ! এদিকে, ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন ৷

সম্প্রতিকালে রাজ্যের সমস্ত নির্বাচনেই বিপুল কারচুপির অভিযোগ উঠেছে ৷ উঠেছে সন্ত্রাসের অভিযোগও ৷ সেই প্রেক্ষাপটে বিরোধী দলগুলি বারবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে সওয়াল করেছে ৷ এমনকী, এই দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে তারা ৷ বিরোধীদের বক্তব্য, মানুষ যাতে নির্ভয়ে বুথে পৌঁছে পারে, এবং নিজের ভোট নিজে দিতে পারে, তার জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা দরকার ৷ রাজ্য পুলিশকে দিয়ে তা হবে না বলে মনে করে বিরোধীরা ৷ কারণ, তাদের যুক্তি, রাজ্য পুলিশ আদতে শাসকদল তৃণমূল কংগ্রেসের ধামাধারী ! এই অবস্থায় সত্যি সত্যি রাজ্য পুলিশকে দিয়ে ভোট করানো হলে বিরোধী রাজনৈতিক শিবির এর বিরুদ্ধে সরব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷ সেই তালিকা অনুসারেই পঞ্চায়েত নির্বাচন করানো হবে৷ চলতি বছরের ৫ জানুয়ারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকা অনুসারে নয়া তালিকা প্রস্তুত ও প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সেই তালিকা অনুযায়ী, এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৬৬ লক্ষ ৭৪ হাজার ৯১১ ৷ রাজ্যের ৩ হাজার ৩১৭ টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯ টি আসনে ভোট হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *