প্রেসিডেন্সির ছাত্রীর মৃত্যু গ্যাস লিক করে, গ্রিন ট্রাইবুনাল সংস্থাকে ক্ষতিপূরণ দিতে বলল ৫ বছর পর
বেস্ট কলকাতা নিউজ : আত্মহত্যা বা অন্য কোনও কারণে নয়, ৫ বছর আগে গ্যাস লিকের জেরেই মৃত্যু হয়েছিল প্রেসিডেন্সির মেধাবী ছাত্রী সুমন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। হস্টেলের ঘরে দমবন্ধ হয়ে ছাত্রীর মৃত্যুর জন্য দায়ী একমাত্র গ্রেটার গ্যাস সাপ্লাই কর্পোরেশন। এভাবেই গ্যাস সংস্থা দোষী সাব্যস্ত হল পরিবেশ আদালতের বিচারে। শাস্তিস্বরূপ গ্রেটার গ্যাস সাপ্লাই কর্পোরেশনক ৬৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেওয়া হল মৃত ছাত্রীর পরিবারকে। একমাসের মধ্যে সুমন্তিকার পরিবারকে তুলে দিতে হবে এই টাকা।
প্রসঙ্গত ,২০১৫ সালের এপ্রিল মাসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্রী সুমন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয় সেন্ট্রাল অ্যাভিনিউর কাছে একটি হস্টেলের ঘর থেকে।আরও এক ছাত্রী ঘরে পড়েছিল অচৈতন্য অবস্থায়। তড়িঘড়ি উদ্ধার করে দুজনকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি সুমন্তিকাকে। সেসময় তোলপাড় হয়েছিল জলপাইগুড়ির ছাত্রীর অকালমৃত্যর এই ঘটনায়। কীভাবে মৃত্যু, একাধিক জল্পনা উঠেছিল তা নিয়েও ।ফরেনসিক টিম তদন্তের সময় বুঝতে পারে, হস্টেলের পাশে গ্যাস লিকই মৃত্যুর একমাত্র কারণ। গ্রেটার গ্যাস সাপ্লাই কর্পোরেশন সেসময় ওই এলাকায় গ্যাস সরবরাহের দায়িত্বে ছিল। এই ঘটনায় উঠে আসে তাদের গাফিলতিরই অভিযোগ।