এনজিপি স্টেশন থেকে অবৈধ কাজকর্মের জন্য আটক করা হলো এক জনকে
নিজস্ব সংবাদদাতা : অবৈধ কাজকর্মের জন্য এনজিপি স্টেশন থেকে আটক করা হলো একজনকে। জানা গেছে বর্তমানে সে শিলিগুড়িতে থাকলেও আসলে সে বিহারের বাসিন্দা। শোনা গেছে শিলিগুড়ি প্রধান নগরে একটি বাড়ি ভাড়া করে থাকতো সে। শিলিগুড়িতে থাকলেও বিভিন্ন জায়গায় অবৈধ কার্যকলাপ ছিল তার। তার সাথে ঠিক আর কজন জড়িত আছে তা জানার জন্য এদিন তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আরো জানা গেছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, এবং বিভিন্ন নেশার জিনিস ছাড়াও অন্যান্য চোরাকারবারের সাথে জড়িত ছিল সে। তার নাম রহিম আলী বললেও পুলিশ মনে করছে এটা তার আসল নাম না । বহুদিন ধরে সে এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত বলে পুলিশ মনে করছে। এর আগেও সে বেশ কয়েকবার পুলিশের জালে আটকা পড়েছিল। বর্তমানে জামিনে ছাড়া পেয়ে আবার বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ চালাচ্ছিল সে। এদিন বিহার থেকে এসে এনজিপি স্টেশনে খুব সম্ভবত কারো সাথে দেখা করতে গিয়েছিল সে। সেখানে পুলিশের সন্দেহ হয় , এবং তাকে জেরা করতে শুরু করে দেয় পুলিশ, জেরার সময় ভেঙে পড়ে সে। এবং পুলিশ তাকে গ্রেফতার করে।


