‘উর্বী’র অসাধ্য সাধন, মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ শিয়ালদহ অবধি
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে অবশেষে ইতিহাস তৈরি হল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজে। অসাধ্য সাধন করল ‘উর্বী’।গতকাল শুক্রবারই শেষ হল হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত একদিকের সুড়ঙ্গ খোঁড়ার কাজ। আর এই কাজের সঙ্গেই কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে যুক্ত হলো এক নতুন মাইলস্টোনও।
এই উর্বী মূলত একটি টানেল বোরিং মেশিন বা টিবিএম। মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলে এই মেশিন দিয়েই। চণ্ডী নামের এক টানেল বোরিং মেশিন খারাপ হয়ে গেলেও উর্বী কোনো ভাবে বন্ধ করেনি নিজের কাজ। নির্দিষ্ট সময়েই সেটি বেরিয়ে আসে সুড়ঙ্গ খুঁড়ে। প্রায় ঘণ্টাখানেক ধরে গর্ত করে সেটি বেরিয়ে আসে সুড়ঙ্গ ভেদ করে। এই কাজের সাক্ষী হলেন এমনকি মেট্রোর অনেক কর্মীও।এছাড়াও চারদিক ধোঁয়ায় ঢেকে যায় সুড়ঙ্গের মধ্যে থেকে টিবিএম বেরিয়ে আসার সময়।
মেট্রো সূত্রে আরও খবর, এদিন মেট্রোর আধিকারিকরাও এসেছিলেন সুড়ঙ্গ খোঁড়ার এই মুহূর্তের সাক্ষী হতে। জানা গিয়েছে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার ত্রেনের সাহায্যে উর্বীকে পাশের টানেলে বসানো হবে বলেও।ফের সেটি শুরু করবে গর্ত খোঁড়ার কাজ। এমনকি জানা গিয়েছে, এই কাজ শুরু হতে পারে আগামী ডিসেম্বর মাসেই।