এবার থেকে হল ভাড়ায় এসওপির ভাবনা নজরুল মঞ্চের ঘটনার পর, এমনটাই জানালেন কলকাতার মেয়র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই কেএমডিএ ও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে খ্যাতনামা সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে। এমনকি কেএমডিএ কর্তৃপক্ষ ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ এসওপি বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে নজরুল মঞ্চ-সহ বিভিন্ন হল ভাড়া দেওয়ার ক্ষেত্রে। পাশাপাশি টিকিটে স্ট্যাম্প দেওয়া হতে পারে সংশ্লিষ্ট হলে ঢোকার আগেও , জানালেন কেএমডিএ-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম । যদিও এর কোনওটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন জানিয়েছেন মেয়র

ফিরহাদ হাকিম এও বলেন, যদি কোনও শিক্ষাপ্রতিষ্ঠান হয়, কলেজের ইউনিয়ন হয় তাহলে অনুমতি নিয়ে আসতে হবে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে। শিল্পীর নাম জানাতে হবে, কত সংখ্যায় ভিড় হতে পারে তা খতিয়ে দেখা হবে । পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে খুব জনপ্রিয় শিল্পী হলে ।

উল্লেখ , প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে শহরের একাধিক স্টেডিয়াম বা হলে৷ তাই কখন কোথায় কোন শিল্পী আসছেন, দেখা হবে তাও৷ এ প্রসঙ্গে মেয়র ডোভার লেন মিউজিক কনফারেন্স-এর কথা মনে করিয়ে দিয়ে বলেন, “প্রতি বছর অনুষ্ঠিত হয় ডোভার লেন মিউজিক কনফারেন্স৷ এটা অনেক বড় অনুষ্ঠান হলেও তাতে এই ধরনের উচ্ছ্বাস থাকে না । সঙ্গীতপ্রেমীরা সেখানে থাকেন সারারাত ধরে৷ আবার যখন বড় মাপের শিল্পী, যেমন অরিজিৎ সিং এসেছিলেন তখন তৈরি হয়েছিল অন্য ধরনের পরিস্থিতি। কিছুদিন আগে মারাত্মক ভিড় হয়েছিল ইকোপার্কে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে। এইসব বিষয়গুলি দেখে ভেবেচিন্তে এসওপি (Standard Operating Procedure, SOP) তৈরি করা হবে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *