ফের ঘুরে দাঁড়াল সেনসেক্স নিফটি, অবশেষে স্বস্তির খবর শেয়ার বাজারে!
বেস্ট কলকাতা নিউজ : সপ্তাহের শুরুতেই সোমবার শেয়ারবাজার খানিকটা দুর্বল থাকলেও মঙ্গলবার তা ফের ঘুরে দাঁড়ালো।গত দিনের তুলনায় সেনসেক্স ৩৭৬ পয়েন্ট উপরে উঠে ৪০৫২২ পয়েন্টে অবস্থান করেছিল এদিন বাজার বন্ধের আগে। একইসঙ্গে নিফটি ১২১ পয়েন্ট বেড়ে হয়েছিল ১১৮৮৯ পয়েন্টে। সামগ্রিকভাবে বাজার উঠেছিল স্মল ক্যাপ সূচক ছাড়াই।
প্রসঙ্গত, শেয়ারবাজার ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছিল সোমবার সপ্তাহের শুরুতেই। একদিকে ইউরোপের বিভিন্ন স্থানে ফের করোনা মাথাচাড়া দিচ্ছে, অন্যদিকে ফিউচার গোষ্ঠীর ব্যবসা কেনা নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতে চাপের মুখে রিলায়েন্স। আর সেনসেক্স ৫৪০ পয়েন্ট নেমে ৪০,১৪৫ পয়েন্টে অবস্থান করছে এবং নিফটি ১৬২ পয়েন্ট নেমে ১১,৭৬৭ পয়েন্টে অবস্থান করছে এই সব খবরের জেরেই। এর ফলে লগ্নিকারীদের মোট শেয়ার সম্পদ মুছে যায় ১.৯৮ লক্ষ কোটি টাকা। বাজার বিশেষজ্ঞদের ধারণা শেয়ারবাজারে কিছুটা অস্থির অবস্থায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণেই। সোমবার নিচেই ছিল আমেরিকার শেয়ার বাজার ,তবে সামান্য হলেও ওপরে ওঠে এশিয়ার শেয়ার বাজার। মঙ্গলবার অবশ্য এশিয়া শেয়ারবাজার কিছুটা নেমে যায়।