যাদবপুর বিশ্ববিদ্যালয় ফি মকুব করবে স্কলারশিপ-ফেলোশিপে কোনো রকম ক্ষতি হলে
বেস্ট কলকাতা নিউজ : যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করে নেবে দেরিতে ফলপ্রকাশ বা ভরতি প্রক্রিয়ায় বিলম্বের কারণে কোনও পড়ুয়ার স্কলারশিপ-ফেলোশিপ ক্ষতিগ্রস্ত হলে তার সমস্ত নৈতিক দায়। সেক্ষেত্রে মকুব করে দেওয়া হবে ওই পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি। এমনই এক সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়ে চলেছে বৈঠকের পর বৈঠক। মূলত, এই বৈঠক হয়ে চলেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তোলা দাবিদাওয়া নিয়ে আলোচনা করতেই। শনিবার যাদবপুরে এমনই একটি বৈঠক হয় অনলাইন-অফলাইন উভয় পদ্ধতিতে। জানা গিয়েছে দুপুর সাড়ে ১২ টা থেকে শুরু হওয়া সেই বৈঠক প্রায় রাত ২ টো পর্যন্ত চলে বলে। এর আগে পরেরদিন ভোর সাড়ে ৪টে পর্যন্ত বৈঠক চলেছিল ২৪ ডিসেম্বর। গতকালের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, শিক্ষক, জেইউএমএস, ছাত্র ইউনিয়নের প্রতিনিধিরা ছিলেন। সেখানে ছাত্রদের তরফে তোলা একাধিক দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।