রাজ্যে বিধানসভা নির্বাচনে কি মোতায়েন হবে লক্ষাধিক আধাসেনা? তুঙ্গে উঠল জল্পনা
বেস্ট কলকাতা নিউজ : এবারের বিধানসভা নির্বাচনে কি প্রায় মোতায়েন হতে চলেছে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? অন্তত তেমনটাই জোরালো সম্ভাবনা রয়েছে বলে খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে। মূলত গত শনিবার কলকাতা থেকে ফিরে গিয়ে দিল্লিতে একটি অভ্যন্তরীণ বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও যে বৈঠকে উপস্থিত ছিল। কমিশন সূত্রে খবর সেই বৈঠকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেই।প্রসঙ্গত, শেষ লোকসভা নির্বাচনে রাজ্যে এসেছিল ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কমিশন সূত্রে খবর মিলেছে , বর্তমান পরিস্থিতিতে বুথের সংখ্যা বৃদ্ধি পাওয়া, রাজ্যে একের পর এক হিংসাত্মক ঘটনা, এই সব কারণের জন্যই রাজ্যে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে বলেই।
এক্ষেত্রে গত শুক্রবারই মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী কতটা পাওয়া যাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন তার ওপর নির্ভর করছে। সূত্রের খবর নির্বাচন কমিশনের সঙ্গে বাহিনী পাওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে আলাপ-আলোচনা চলছে একরকম জোরকদমেই।