নষ্ট হল সম্পত্তি – লুঠ অস্ত্রও ,২২টি এফআইআর দায়ের হলো কৃষক বিক্ষোভের ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : এই দৃশ্য সেভাবে আগে কখনও চোখে পড়েনি দিল্লির রাজপথে। পুলিশের ব্যারিকেড যেভাবে ভেঙে উন্মত্ততা চলল, তাদিল্লির মোদী সরকারকে ফেলে দিয়েছে বেশ চিন্তার মধ্যেও। খবর মিলেছে এখনও পর্যন্ত সমগ্র ঘটনায় ২২টি এফআইআর দায়ের করা হয়েছে বলেই। জাতীয় সম্পত্তি নষ্ট, অভিযোগ উঠেছে এমনকি পুলিশের একাধিক অস্ত্র লুঠ করার মতো ঘটনারও।
এই এফআইআর দায়ের করা হয়েছে দিল্লির ছটি জেলা মিলিয়ে। কৃষক বিক্ষোভ প্রজাতন্ত্র দিবসের দিন যেভাবে উত্তাল হয়ে ওঠে, তাতে ১৫৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। এদিকে,কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে দিল্লি জুড়ে আরও বেশি পরিমাণে আধাসামরিক বাহিনী মোতায়েনের জন্য। আইন শৃঙ্খলা রক্ষা করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যাতে আর সমস্যায় পড়তে না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার রাতের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বসেন এক উচ্চ পর্যায়ের বৈঠকেও। অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় সেই বৈঠকেই।