অবশেষে ২০২১এর বইমেলা শুরু হল শহরে, চলবে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে শুরু হল‘বইমেলা ২০২১’৷ এই বই মেলা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত৷ এর আগে আয়োজক কমিটি জানিয়েছিল এই বইমেলা শেষ হবে ৩১ জানুয়ারিতে৷কিন্তু উদ্বোধনের দিন জানানো হল আরও তিন দিন বাড়ানো হল এই বইমেলা৷ যা একটা সুখবর বই প্রেমীদের জন্য৷
প্রসঙ্গত ,এ বছরের কলকাতা বই মেলা পিছিয়ে গিয়েছিল করোনার আবহের জেরে৷ কিন্তু বই পাড়ার বহু প্রকাশক এগিয়ে এসে একটি বইমেলার আয়োজন করেছে বইপ্রেমী মানুষের কথা ভেবেই৷ নাম দেওয়া হয়েছে ‘বইমেলা ২০২১৷ আপাতত এই বইমেলা আয়োজিত হচ্ছে সমস্ত রকম কোভিড সুরক্ষা বিধি মেনেই৷
উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের হৃষিকেশ পার্কে বইমেলা উদ্বোধন হল ২৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলেই৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাধন পান্ডে,ইন্দ্রনীল সেন,অধ্যাপক সৌগত রায়,সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, সাংবাদিক কুণাল ঘোষ,কমিটির আহ্বায়ক তথা দেব সাহিত্য কুটিরের ডিরেক্টর রূপা মজুমদার ও উপদেষ্টা সমর নাগ সহ বিশিষ্টরা৷ এই বইমেলার আয়োজক- বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিট।