জম্মু-কাশ্মীরে ২ দিনের সফরে এলেন ২৪ টি দেশের রাষ্ট্রদূত
বেস্ট কলকাতা নিউজ : বিদেশি প্রতিনিধি দল জম্মু ও কাশ্মীরে এল দু দিনের বিশেষ সফরে। জানা গেছে ২৪ টি দেশের রাষ্ট্রদূতেরা খতিয়ে দেখবেন এমনকি উপত্যকার উন্নয়ন ও পরিস্থিতিও। ২ দিনের এই শ্রীনগর সফরে এসেছেন চিলি, ব্রাজিল, কিউবা, বলিভিয়া, এসটোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, ইউরোপিয়ান ইউনিয়ন, বেলজিয়াম, স্পেন, সুইডেন, ইতালি, বাংলাদেশ, মালাওয়ি, এরিট্রিয়া, কোট ডিলভয়ার, ঘানা, সেনেগাল, মালয়েশিয়া, তাজিকিস্তান ও কিরঘিজস্থানের মতো দেশের রাষ্ট্রদূতেরা।
প্রসঙ্গত, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের থেকে বিশেষ মর্যাদার তকমা তুলে নেওয়ার ১৮ মাস পর উপত্যকায় ফের 4জি ইন্টারনেট পরিষেবা চালু করা হয় গত ৫ ফেব্রুয়ারি। এরপরই ভূস্বর্গে সফরে এল মূলত বিদেশি প্রতিনিধি দল। তারা কথা বলবে এমনকি নবনির্বাচিত ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট কাউন্সিলের সদস্যদের সঙ্গেও।মূলত ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চিহ্নিত হওয়ার পর থেকে বিদেশি রাষ্ট্রদূতেরা উপত্যকায় সফরে এলেন এই নিয়ে তৃতীয়বার। তাঁরা সফর করবেন জম্মু ও শ্রীনগরে।