কোনো রকম টোকেন নয়, কলকাতা মেট্রোয় যাতায়াত করতে হবে স্মার্ট কার্ড নিয়েই
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা মেট্রোয় আপাতত চালু করা হচ্ছে না টোকেন বাবস্থা। স্মার্ট কার্ড নিয়েই করতে হবে যাতায়াত। নিউ নর্মালে কলকাতায় মেট্রো পরিষেবা ফের চালু হলেও, টোকেন চালু করা হয়নি। এমনকি মেট্রোয় যাতায়াত করতে হচ্ছিল ই-পাস বুক করেই। মনে করা হয়েছিল, সেই ব্যবস্থা উঠে গেলে টোকেন ব্যবস্থা ধীরে ধীরে চালু হয়ে যাবে। কিন্তু করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই ফের একদিকে যেমন দেখা গেল কমিয়ে দেওয়া হল মেট্রোর সংখ্যা, অন্যদিকে মেট্রোয় টোকেন ব্যবহার চালু করা হল না। ফলে আপাতত মেট্রো চড়া যাবে স্মার্টকার্ড থাকলেই।
মেট্রো রেল সূত্রে খবর, করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, কেরল, কলকাতা-সহ একাধিক জায়গায়। কলকাতাতে প্রতিদিনই ওঠানামা করছে আক্রান্তের সংখ্যা। সে কারণেই মেট্রো অবশেষে পিছিয়ে এল টোকেন ব্যবস্থা থেকে। গত বছর লকডাউনের সময় মেট্রো পরিষেবা মূলত বন্ধই ছিল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে ফের চালু হয় মেট্রো পরিষেবা। প্রথমে মেট্রোয় যাতায়াত করতে হচ্ছিল স্মার্ট কার্ড মাধ্যমে ই-পাস নিয়ে। সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছিল যাত্রীদের যাতায়াতের জন্যে। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। গত মার্চ মাসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, চালু করা হবে টোকেন ব্যবস্থা। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত করে দেওয়া হল টোকেন ব্যবস্থা।