ভোট গণনা সমস্যার সমাধান লক্ষ্যে ইভিএম কন্ট্রোল রুম খুলল জাতীয় নির্বাচন কমিশন
বেস্ট কলকাতা নিউজ : ভোট গণনা পর্বের সমস্যার সমাধানের লক্ষ্যে এবার ইভিএম কন্ট্রোল রুম খুললো জাতীয় নির্বাচন কমিশন৷ গণনা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে সেখানে থাকবে ফোন নম্বর৷ কমিশনের ইভিএম কন্ট্রোল রুমের নম্বর ০১১-২৩০৫২১২৩৷ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএমে প্রদত্ত ভোট ১০০ শতাংশ মিলিয়ে দেখার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে ২২ টি বিরোধী দল৷ তবে শীর্ষ আদালত এই বিষয় একটি জনস্বার্থ মামলা খারিজ করে দেয়৷ এই প্রেক্ষিতে কমিশনের কন্ট্রোল রুম খোলা নিয়ে অনেকেরই মত নাকের বদলে দেখানো হল নূরুল ৷
মঙ্গলবারই বিজেপি বিরোধী ২২ দলের প্রতিনিধিরা স্মারক লিপি জমা দেন কমিশন দফতরে৷ তাদের দাবি, ভোটগণনার শেষ পর্যায় নয়, বরং শুরুতেই ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে মিলিয়ে দেখা হোক ইভিএম এ প্রদত্ব ভোটের । তাতে গড়বড় পাওয়া গেলে তারপর ১০০ শতাংশ ভিভিপ্যাটের স্লিপ ও ভোট মিলিয়ে দেখা হোক।প্রায় দু’ঘন্টা ধরে চলা এই বৈঠক শেষে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি জানান, তিন মাস ধরে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে বলা হচ্ছে। কিন্তু তারা এই ব্যাপারে কোনও রকম জবাব দেয়নি। এক ঘণ্টা শোনার পর বুধবার বৈঠকের সময় দিয়েছে কমিশন। টিডিপি চন্দ্রবাবু নাইডুর দাবি, কোনো রকমে প্রতারণা করা যাবে না মানুষের ভোট নিয়ে৷ কমিশন বিরোধী দলগুলির বৈঠকের পাশাপাশি ইভিএম দুর্নীতি ঠেকাতে গতকালই জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। যদিও দেশের শার্ষ আদালত ওই মামলা খারিজ করে দেয়৷