অবশেষে হাইকোর্টের কমিটি গঠনের ভাবনা সারদার আমানতকারীদের টাকা ফেরাতে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্টের এবার এক সদস্যের কমিটি গঠনের ভাবনা সারদার চিটফান্ডে আমানতকারী দের টাকা ফেরাতে। যদিও হাইকোর্ট চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কবে এবং কিভাবে এবং কার নেতৃত্বে কমিটি গঠন হবে সে বিষয়ে । তবে নতুন নয় কমিটি গড়ে টাকা ফেরানোর ভাবনা এবং উদ্যোগ। বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের কমিটি এখনও কাজ করছে এমপিএসের সম্পত্তি বেচে টাকা ফেরাতে। ইতিমধ্যেই একাধিকবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পরিকাঠামোর অভাবে কমিটি উপযুক্ত ভূমিকা পালন করতে পারছে না বলেও।
প্রসঙ্গত, বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ পাঁচ বছর আগে জানিয়েছিল, শুধু এমপিএস নয়, বিচারপতি তালুকদার কমিটি কাজ করবে সারদা, রোজভ্যালি-সহ সব চিটফান্ডের প্রতারিতদেরই টাকা ফেরাতে। কিন্তু সূত্রের খবর পরে এ নিয়ে আর বিশেষ অগ্রগতি হয়নি বলেই। সারদায় প্রতারিতদের টাকা ফেরাতে মূলত রাজ্য সরকার প্রথম কমিশন গড়েছিল। এখনো কেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পড়ে রয়েছে শ্যামল সেন কমিশনের দাখিল করা চূড়ান্ত রিপোর্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল সে প্রশ্নও তুলেছেন। পাশাপাশি আদালত এও জানতে চায় শ্যামল সেন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর যে ১৩৮ কোটি টাকা ছিল এবং রাজ্য যা তার নিজের প্রয়োজনে ব্যবহার করেছে সেটা কেন দেওয়ায় যাবে না সাধারণ আমানতকারীদেরকে ।