জঙ্গিরা কাশ্মীরে গুলি করে মারল পুলিশ আধিকারিক ও তাঁর স্ত্রীকে
বেস্ট কলকাতা নিউজ : জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হামলা বায়ুসেনা সেন্টারে ড্রোন হামলার পর চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই।এবার আতঙ্কবাদীরা এক পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে গুলি করে মারল ওই আধিকারিককে এবং তাঁর স্ত্রীকে। গুলিতে জখম তাঁদের মেয়েও হাসপাতালে চিকিত্সাধীন গুরুতর অবস্থায়। রবিবার রাত ১১টা নাগাদ জঙ্গিরা হানা দেয় অবন্তীপোরায় স্পেশাল পুলিশ অফিসার ফয়াজ আহমেদের বাড়িতে। এমনকি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বাড়ির ভিতরে ঢুকে।তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রক্তাক্ত অবস্থায়। চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন ফয়াজ ও তাঁর স্ত্রী রেজা বেগমকে।কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁদের মেয়ে রাফিয়া।
এই ঘটনার পর পুলিশ এবং সেনাবাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে গোটা এলাকা জুড়ে। জঙ্গি নিকেশের কোনও খবর মেলেনি সোমবার সকাল পর্যন্ত। সম্প্রতি সোপরে জঙ্গিরা খুন করেছিল এক পুলিশকর্মী ও দুই সাধারণ নাগরিককেও। তারপর ভারতীয় সেনা নিকেশ করে লস্করের এক বড় মাথাকে । রবিবার রাতে এক পুলিশকর্মী ও তাঁর স্ত্রীর প্রাণ গেল ফের জঙ্গি হামলায়।