মুর্শিদাবাদের খড়গ্রাম প্রশাসন বন্ধ করল নাবালিকার বিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কান্দী মহকুমার খড়গ্রাম ব্লক প্রশাসন ও খড়গ্রাম থানার পুলিশ উদ্যোগী হন খবরটা কানে আসতেই। শেষ পর্যন্ত ১৪ বছর বয়সের নাবালিকার বিয়ে বন্ধ হল প্রশাসনিক আধিকারিকদের চেষ্টা ও মধ্যস্থতায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার উত্তর গোপীনাথপুর গ্রামে। জানা গিয়েছে খড়গ্রাম থানার উত্তর গোপীনাথপুর গ্রামের বাসিন্দা গনেশ দাসের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী সোনিয়া দাস। পুনিয়া গ্রামের বাসিন্দা অনন্ত দাসের ছেলে আকাশ দাসের সঙ্গে সোনিয়া দাসের বিয়ে হচ্ছিল।

খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, নাবালিকার অভিভাবকদের কাছ থেকে মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছে এই মর্মে আঠারো বছর বয়স না হলে বিয়ে দেওয়া হবে না। খড়গ্রাম ব্লক প্রশাসন ও খড়গ্রাম থানার পুলিশের এই উদ্যোগকে সাধারণ মানুষ ও মুর্শিদাবাদ বালিয়া প্রেরণা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সাধুবাদও জানানো হয়েছে।

মুর্শিদাবাদ বালিয়া প্রেরণা ফাউন্ডেশনের সম্পাদক আরও বলেন, প্রশাসনের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার তরফেও প্রচার কর্মসূচি নেওয়া হচ্ছে নাবালিকা বিয়ে বন্ধ, মেয়েদের স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে। আমাদের সদস্যরা সচেতনতার কাজও আরম্ভ করে দিয়েছেন এ বিষয়ে। ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যে ঠিক নয়, লিফলেট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়েও । সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে বোঝানো হয় আইন-বিরুদ্ধ ১৮ বছরের নীচে মেয়ের বিয়ে দেওয়া।কম বয়সে বিয়ে না করা, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো জরুরি। এখন সচেতন হয়েছেন অনেক গ্রামবাসী। মানুষকে বোঝানো সহজ হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের জন্যও। আমাদের সংগঠনের তরফ থেকে আরও সচেতনতা প্রচার করতে চাই প্রশাসন ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *