AIIMS নার্সরা অবশেষে ধর্মঘট প্রত্যাহার করলেন দিল্লি হাইকোর্টের নির্দেশে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে মঙ্গলবার রাত্রে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের নার্সরা ধর্মঘট প্রত্যাহার করলেন দিল্লি হাইকোর্টের নির্দেশের পর। আজ বুধবার নার্সদের আদালতে হাজির হওয়ার কথা জানিয়েছেন বিচারক। এরপরেই নার্সরা ধর্মঘট প্রত্যাহার করলেন আদালতের সিদ্ধান্ত মেনে। দিল্লি হাইকোর্ট মঙ্গলবার AIIMS নার্স ইউনিয়নকে নির্দেশ দিয়েছিলো যে ধর্মঘটে থাকা নার্স সহ কর্মচারীগণকে অবিলম্বে দায়িত্বে যোগদান নিশ্চিত করতে হবে ।

মঙ্গলবার বিচারপতি যশবন্ত ভার্মার বেঞ্চ নার্স ইউনিয়নকে নির্দেশ দেয় যে নার্সিং অফিসার সহ তাদের কর্মীরা অবিলম্বে কাজ শুরু করবে এবং তা নিশ্চিত করতে হবে নার্স ইউনিয়নকে নোটিশ জারি করে। নার্সদের চলমান ধর্মঘটের বিরুদ্ধে এইমস প্রশাসনের আবেদনের শুনানির সময় আদালত বিস্তারিত শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করেছে বুধবার সকালে। মঙ্গলবার হাসপাতালের নার্সিং স্টাফরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামে এইমস নার্সেস ইউনিয়নের সভাপতি হরিশ কাজিলাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে।

অবিলম্বে নার্স ইউনিয়ন কাজলার সাময়িক বরখাস্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। “এইমসের নার্সেস ইউনিয়নের সভাপতি হরিশ কাজিলাকে এমনকি যথাযথ কারণ উল্লেখ না করেই, তাকে সাময়িক বরখাস্ত করে। সেই প্রতিবাদ ও একাধিক দাবিতে নার্স ইউনিয়নের সদস্যরা ২৬ এপ্রিল সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসে। অবশেষে দিল্লি হাইকোর্টের নির্দেশে এইমস নার্সেস ইউনিয়ন মঙ্গলবার সন্ধ্যায় সেই ধর্মঘট প্রত্যাহার করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *