ATM জালিয়াতির ‘মূল মন্ত্র’ ব্ল্যাক বক্স,এবার লালবাজারের গোয়েন্দাদের হাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাক্সটির রং আসলে কালোই। তাই ‘ব্ল্যাক বক্স’ নামেই তার পরিচিতি এটিএম জালিয়াতদের কাছে। লালবাজারের গোয়েন্দারা তা পরীক্ষাও করেছেন এমনকি এই ব্ল্যাক বক্স হাতে আসার পরই। তার সার্কিটও দেখা হয়েছে। কিন্তু এই কালো বাক্সটি কোন দেশে তৈরি, এখনও রহস্য রয়ে গিয়েছে তা নিয়েও।

পুলিশ আরও জানিয়েছে, এটিএমে একটি ডিভাইস বসিয়ে এটিএমের সঙ্গে সার্ভারের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দিল্লির এটিএম জালিয়াতরা। এর পর এটিএমের (ATM) কম্পিউটার নতুন করে ফের চালু করে ম্যালওয়্যারের সাহায্যে। তারা নিজেদের ইচ্ছামতো এটিএম থেকে টাকা তুলে নেয় ওই ম্যালওয়্যারকে কাজে লাগিয়ে। তারা প্রায় আড়াই কোটি টাকা তুলে নেয় কলকাতা ও বিধাননগরের ১১টি এটিএম থেকে। যে ডিভাইস ব্যবহার করে এই জালিয়াতি করা হয়েছে, তার মধ্যে একটি জলন্ধর থেকে উদ্ধার হয়েছে। লালবাজারের গোয়েন্দারা সেটি হাতে পান।

গোয়েন্দাদের সূত্র এও জানিয়েছে, এটিএম জালিয়াতরা ধরা পড়ার পর স্বীকার করেছিল যে, তারা যে ডিভাইসটি ব্যবহার করছে, তা পরিচিত ‘ব্ল্যাক বক্স’ নামেই। গোয়েন্দারা এবার ডিভাইসটি হাতে পেয়েও দেখেন যে, তার রং কালো। বাক্সটি ধরে যায় হাতের মুঠোর মধ্যেই। বরং বলা যেতে পারে হার্ড ডিস্কের একটি ছোট সংস্করণও। এটিএমের কেবল যোগ করা যায় তার একপাশে পোর্টের সঙ্গে। ওই ব্ল্যাক বক্সের ভিতর থাকে সার্কিট। তার মাধ্যমেই এটিএমে ম্যালওয়্যার পাঠিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *