BSNL-এর আকর্ষণীয় প্ল্যান ব্রডব্যান্ড ইউজারদের জন্য! ৫৯৯ টাকায় মিলবে ৩৩০০জিবি ইন্টারনেট ডেটা!
বেস্ট কলকাতা নিউজ : JioFiber এবং Airtel Xstream ফাইবার বেশ কয়েকদিন ধরেই ব্রডব্যান্ড ইউজারদের কথা মাথায় রেখে, আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির হচ্ছিল উৎসবের মরশুমে। তবে এবার আসরে নামল সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL। এবার গ্রাহকদের নজর কাড়তে তাদের ফাইবার বেসিক প্লাস প্ল্যান বাজারে নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটে। এই প্ল্যানের দাম পড়বে ৫৯৯ টাকা। আরও মনে করা হচ্ছে যে BSNL-এর এই নতুন প্ল্যান, জোরদার প্রতিযোগিতায় ফেলবে এমনকি Airtel Xstream Fiber-এর ৪৯৯ টাকার প্ল্যানকেও।
এই খবর সবার আগে প্রকাশ্যে আনা হয় টেলিকম টক-এর তরফে। BSNL-এর এই ব্রডব্যান্ড প্ল্যান অর্থাৎ Fiber Basic Plus অফার করছে মোট ৩৩০০জিবি (3300GB ) ইন্টারনেট ডেটা। একজন গ্রাহক 60Mbps করে ইন্টারনেট স্পিড পেতে পারেন এই নতুন প্ল্যানের আওতায়। এর সঙ্গেই আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ থাকছে গ্রাহকদের জন্যও। তবে মাসে একবার এই FUP লিমিট শেষ হয়ে গেলেই, স্পিড নেমে আসবে 2MBPS-এ। যদিও FUP লিমিট শেষ হয়ে যাওয়ার পর, গ্রাহকেরা ডাউনলোড এবং আপলোড স্পিড কত পাবেন গ্রাহকদের সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি।
অন্যদিকে অতিরিক্ত সুবিধা হিসেবে, গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড ফোন করার সুবিধাও পাবেন। ব্যবহারকারীরা ২৪ ঘণ্টা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফোন করার সুযোগ পাবেন নতুন ব্রডব্যান্ড প্ল্যান -এ। এখনও পর্যন্ত এই প্ল্যানে ব্যবহারকারিদের জন্য নিয়ে আসা হয়েছে মাসিক সাবস্ক্রিপশনের সুবিধাই। দীর্ঘকালীন প্ল্যানের জন্য নয় এই Fiber Basic Plus প্ল্যান।