জালে ২৭ কেজি ওজনের বিশাল ভেটকি মাছ উঠলো দীঘার মোহনায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ যেন শাপে বর করোনার কাটায়। এমনকি হাতেনাতে সুফল মিলছে দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে। প্রকৃতি যেন হাঁফ ছেঁড়ে বেঁচেছে। আর এই করোনা আবহে এবং প্রাক দীপাবলির মুহুর্তে সুখবর রয়েছে ভোজন রসিক মানুষদের জন্য। কথায় বলে ‘মাছে-ভাতে বাঙালী’। আর বাঙালীর এই মাছের প্রতি আলাদা একটা প্রেম রয়েছে আজীবন। আর মৎস্য প্রেমীদের জন্য সুখবরও রয়েছে এই করোনা আবহের মধ্যেই। এবার বৃহদাকার একটি সামুদ্রিক ভেটকি মাছ ধরা পড়ল দীঘায় মৎস্যজীবিদের জালে। আরো জানা গিয়েছে, বৃহস্পতিবার ২৭ কেজি ওজনের একটি তেলিয়া ভেটকি ধরা পড়ে দীঘা মোহনার মা অন্নদায়িনী ট্রলারে। আর দৈত্যাকৃতির এই মাছ দেখতে অতি উৎসাহী জনতা ভিড় করেন দীঘার মোহনায়।

এদিকে পাড়ে আনার পর মাছটিকে বিক্রির জন্য দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে এলে একরকম ভিড় লেগে যায় এতবড় ভেটকি মাছকে একটি বার চাক্ষুস করার জন্য এমনকি কেনার জন্যও। জানা গিয়েছে যদিও অনেক দর দামের পর কলকাতার সান কোম্পানির স্বপন বর্মন শেষ পর্যন্ত ১৬ হাজার টাকা কেজি দরে ২৭ কিলোর এই মূল্যবান তেলিয়া ভেটকি মাছটি চার লক্ষ টাকার বিনিময়ে কিনে নেন বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *