COVID হাসপাতাল এর সংখ্যা বাড়ছে শহর কলকাতায় , বাড়ানো হচ্ছে বেড এর পরিমাণও
বেস্ট কলকাতা নিউজ : প্রধান কৌশল লকডাউন । এর পাশাপাশি রয়েছে COVID-19 রোগীদের জন্য হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বৃদ্ধি ।সব মিলিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর আরও ৪০০ -৫০০ বেড চালু করতে চলেছে কলকাতায় কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য। রাজ্য সরকার এ-ভাবেই কোরোনা মোকাবিলায় ব্যবস্থা নিচ্ছে শহর কলকাতায়।
কনটেইনমেন্ট জ়োনগুলিতে কঠোরভাবে লকডাউন মেনে চলার বিষয়টি দেখা হচ্ছে গতকাল, বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকেই । আর,যেমন COVID-19 রোগীদের জন্য আরও বেড বাড়ানো হচ্ছে কলকাতার চালু COVID হাসপাতালগুলিতে, তেমনই নতুন করে চালু হচ্ছে COVID হাসপাতালও।
এ-বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি বলেন, “লকডাউন প্রধান স্ট্র্যাটেজি । এর পাশাপাশি আরও বেড বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে হাসপাতালগুলিতে। চালু করা হচ্ছে নতুন COVID হাসপাতালও।” রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা আরও বলেন, চালু করা হচ্ছে “আরও ১ -২ টি COVID হাসপাতালও। এমনকি নেওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালও । বেড সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে চালু COVID হাসপাতালগুলিতেও।”অজয়কুমার চক্রবর্তীর কথায়, “আরও ৪০০ -৫০০ টি বেড বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে কলকাতায়।”কলকাতায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখনও পর্যন্ত ৭ টি COVID হাসপাতাল চালু করেছে। এর মধ্যে ৪ টি সরকারি এবং ৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে। এই ৭ টি হাসপাতাল মিলিয়ে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য কলকাতায় রয়েছে মোট ২০৬০টি বেড।