ভাঙা নয়, পোস্তা উড়ালপুলএর পুনর্নির্মাণের কথাই ভাবছে রাজ্য সরকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভেঙে পড়েছিল নির্মীয়মান উড়ালপুল । অথচ স্বপ্নের ছিল এই প্রকল্পটি। তৈরি হলে অনেকটাই কমে যেত হাওড়ায় যাওয়ার যানজট সমস্যাও। কিন্তু সফল হয়নি এই স্বপ্ন। পোস্তা উড়ালপুল নির্মীয়মান অবস্থায় ভেঙে পড়ে তার আগেই। রাজ্যের যতগুলি দুর্ঘটনা ঘটেছে এটা তার মধ্যে অন্যতম । এবার সেই উড়ালপুল নিয়েই রাজ্য সরকার নিতে চলেছে চূড়ান্ত সিদ্ধান্ত। সূত্র জানাচ্ছে, ভাঙা ফেলা নয়, বরং গড়ার কথাই চিন্তা করছে রাজ্য পূর্ত দপ্তর।

একটা সময় সিদ্ধান্ত হয়েছিল যে সম্পূর্ণ ভাবে ভাঙা হবে সমগ্র উড়ালপুলটি । সেই সংক্রান্ত নোটিফিকেশনও জারি হয়ে গেছিল ৷ কিন্তু কাজ শুরুর আগেই কলকাতা পুলিশ ও KMDA-এর মধ্যে সমন্বয়ের অভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভাঙার কাজ স্থগিত রাখার জন্যও ৷ কিন্তু এবার উড়ালপুল ফের নতুন করে চালু করা যায় কি না তা দেখতে KMDA কতৃপক্ষ দায়িত্ব দিতে চলছে বিশেষজ্ঞ পরামর্শ সংস্থাকে। টেন্ডার ডাকা হয়েছে ইতিমধ্যেই।নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে পুনর্নির্মাণের কাজ শুরু হবে আসন্ন পুরভোটের আগেই। এ প্রসঙ্গে পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এর আগে সঠিকভাবে জানতে পারা যায়নি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যাই। মেরামত করা হবে না কি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে, সে বিষয়ে তাই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি । সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন করে স্বাস্থ্য পরীক্ষার ‌। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *