SGHS এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে
শিলিগুড়ি :CGHS-এর ত্রি-বার্ষিক সম্মেলন র হলে অনুষ্ঠিত হলো দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে। এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় এবং শহরের সম্মানীয় ডাক্তার শেখর চক্রবর্তী ,ডাক্তার মৈনাক মুখার্জি ,ডাক্তার শঙ্খ সেন এবং অন্যান্য আরও অনেকে । সাংসদ রাজু বিস্ত এদিন জানান আজকের এই সম্মেলনের যে উদ্দেশ্য ছিল, মাননীয় ডাক্তার বাবুদের উপস্থিতিতে তা সফলভাবে পালিত হল। আজকের এই সম্মেলনের উদ্দেশ্যই হল ভবিষ্যতে কর্মপদ্ধতি তৈরি করা। এদিন এই সম্মেলনে বক্তব্য রাখেন ডাক্তার শঙ্খ সেন, এবং ডাক্তার মৈনাক মুখার্জী। প্রত্যেক জায়গায় এই ধরনের সম্মেলন হলে এই ধরনের সম্মেলনের উদ্দেশ্য সফল হবে বলে জানান সাংসদ রাজু বিস্তা৷
