অতিরিক্ত টাকা দিতে হবে ATM থেকে টাকা তুলতে গেলে , নতুন নির্দেশ RBI-কর্তৃপক্ষের
বেস্ট কলকাতা নিউজ : সম্প্রতি দেশের বৃহত্তম রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছে তাদের শাখায় গিয়ে অথবা এটিএম থেকে টাকা তোলার নিয়মের ক্ষেত্রে। এবার এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক কতৃপক্ষ। আরবিআই সমস্ত ব্যাঙ্ককে অনুমতি দিয়েছে এটিএম লেনদেনের জন্য চার্জ বাড়ানোর জন্য। টানা নয় বছর পর দেশের শীর্ষ ব্যাঙ্কের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।
রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে আরও জানানো হয়েছে, গ্রাহকরা মাসে পাঁচবার এটিএম থেকে টাকা তুলতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। প্রত্যেকবার অতিরিক্ত চার্জ দিতে হবে ছয় বার বা তারপরে টাকা তুলতে হলে। সেক্ষেত্রে গ্রাহককে অতিরিক্ত ১৭ টাকা দিতে হবে । উল্লেখ্য আগে চার্জ দিতে হত ১৫ টাকা। সেটা এবার বাড়িয়ে করা হল ১৭ টাকা।