অবশেষে এলো কিছুটা স্বস্তি, সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত, এমনি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
বেস্ট কলকাতা নিউজ : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অবশেষে সিবিআই তদন্তের অনুমতি দিল দেশের শীর্ষ আদালত।শীর্ষ আদালত আজ এই রায়দান করেছে রিয়া চক্রবর্তীর আবেদনের প্রেক্ষিতে। পাটনায় সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছিলেন, রিয়া আবেদন জানিয়েছিলেন সেই এফআইআর মুম্বইয়ে ট্রান্সফারের জন্য। সুশান্তের পরিবারের আরও অভিযোগ কোনো ভাবে আত্যহত্যা করেনি সুশান্ত,উপরন্তু তাঁকে খুন করা হয়েছে। এবং এই নক্কারজনক ঘটনায় জড়িত রয়েছেন এমনকি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও। আর সেই কারণেই বারবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছিলো সুশান্তের পরিবার।
সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার।বিচারপতি হৃষিকেশ রায় এই নির্দেশ দেন অভিেনত্রী রিয়া চক্রবর্তীর এফআইআর ট্রান্সফারের আবেদনের রায়দানের পরিপ্রেক্ষিতে। পাটনায় রিয়ার বিরুদ্ধে এফআইআর করেছিলেন সুশান্তের বাবা কৃষ্ণ কিশোর সিংহ। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল সিবিআই তদন্তে সম্পূর্ণ ভাবে সম্মতি রয়েছে তাদের। তার পরেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।