আরও তীব্র আকার নিল কৃষক আন্দোলন, শনিবার রাস্তা অবরোধ সমগ্র দেশজুড়েই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে কৃষকদের আন্দোলন। আন্দোলনকারী কৃষকদের একটাই মূল দাবি সম্পূর্ণরূপে বাতিল করতে হবে নতুন তিনটি কৃষি আইন। আর আগামী শনিবার ৬ ফেব্রুয়ারি কৃষকেরা দেশজুড়ে চাক্কা জ্যামের রাস্তায় হাঁটছে এই দাবিকে সামনে রেখেই।

আন্দোলনরত কৃষকেরা মূলত আগামী শনিবার সারা দেশে জুড়ে রাস্তা অবরোধ করতে চলেছেন দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টে অবধি। দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ এমনকি অব্যাহত রয়েছে নতুন কৃষি আইনের বিরুদ্ধে। এরই মধ্যে ৬ ফেব্রুয়ারি সারাদেশে চাক্কা জ্যামের কথা ঘোষণা করেছে কিষাণ মোর্চা। শনিবার ৬ ফেব্রুয়ারি কৃষকেরা সারাদেশে রাস্তা আটকাবেন দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে অবধি।

প্রসঙ্গত, কৃষকদের আন্দোলন চলছে লাগাতার কয়েকমাস ধরেই। ক্রমাগত এদিকে আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে চলেছেন কৃষকেরা।এর আগে কৃষকেরা এক দিনব্যাপী অনশন পালন করেছে ৩০ জানুয়ারি জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে। আবার ২৬ জানুয়ারি কৃষক সংগঠন ট্র্যাকটর র‍্যালি করেছিল দিল্লিতে। অবশ্য অশান্তি কম হয়নি সেই র‍্যালি ঘিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *