অবশেষে শেষ হবে বাংলাদেশ-পাকিস্তানের খেলা! চিনের ঘুম উড়িয়ে ভারতীয় নৌবাহিনীর হাতে অত্যাধুনিক এই রণতরী
বেস্ট কলকাতা নিউজ : বাংলাদেশ পাকিস্তানের খেলা শেষ করে চিনের ঘুম উড়িয়ে দেবে ভারত! খুঁজে খুঁজে মারবে শত্রুপক্ষকে। শেষ হতে চলেছে চোখরাঙানি! তিন অত্যাধুনিক যুদ্ধ জাহাজ আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী মোদী। দেশের সামুদ্রিক নিরাপত্তায় কার্যত বিপ্লব আনতে চলেছে এই তিন অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ জাহাজ। তিন যুদ্ধ জাহাজ ভারতের হাতে এসে যাওয়ায় গোটা বিশ্বেই ভারতের নৌসেনার দাপট আরও বেশ কিছুটা যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বইয়ের নৌ ডকইয়ার্ডে দুটি যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এগুলি হলো যুদ্ধজাহাজ আইএনএস সুরাট এবং আইএনএস নীলগিরি এবং সাবমেরিন আইএনএস ভাগশীর। ভারতীয় নৌবাহিনীতে এই তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ আসার ফলে নৌবাহিনীর শক্তি আগের থেকে কয়েকগুণে বাড়বে। ভোলবদলে যাবে দেশের সমুদ্র নিরাপত্তায়। প্রতিরক্ষা ক্ষেত্রে আজকের এই দিন এক নয়া মাইলফলকের সূচনা করল তা আর বলার অপেক্ষা রাখে না।