আগেও করেছে একাধিকবার অপরাধ, বারবার জামা বদল ধর্ষণের পর! পুনে-কাণ্ডে গায়ের গন্ধ চিনিয়ে দিল অভিযুক্তকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সকাল ৫.৪৫ থেকে ৬.৩০। সবে শহর জাগছে। দিনের একেবারে শুরুতেই থানা থেকে ১০০ মিটার দূরে বছর ২৬-এর যুবতীর সঙ্গে ঘটে গেলো চরম নারকীয়এক ঘটনা। অভিযোগ, ঠিকানা জিজ্ঞাসা করে সাহায্য চাওয়ায়, ভুল বাসে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ করে বছর ৩৬-এর দত্তাত্রেয় রামদাস। ঘটনার পরেই যুবতীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকেই জানা যায় অভিযুক্তর নাম পরিচয়।

অভিযোগের পরেই, পুলিশের একাধিক দল খোঁজ শুরু করে ওই ব্যক্তির। শেষমেশ পুলিশের জালে সে। অভিযুক্তের খোঁজে পুনে জেলা এবং তার বাইরে শতাধিক পুলিশ ১৩ দলে বিভক্ত হয়ে খোঁজ চালাচ্ছিল অভিযুক্তর। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দাত্তাত্রেয় এক আত্মীয়র বাড়িতে যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, পুলিশকে অভিযুক্তর আত্মীয়র বাড়ি পৌঁছে দিয়েছে ডগ স্কোয়াড। পুলিশ দাত্তাত্রেয়র ব্যবহার করা জামা দিয়েছিল ডগ স্কোয়াডকে, তার গায়ের গন্ধ ধরেই, কুকুর পথ বাতলে দেয় আত্মীয়র বাড়ির। তার তল্লাশিতে ড্রোনও উড়িয়েছিল পুনে পুলিশ।

উল্লেখ্য, ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। অহিলিয়ানগর জেলার শিরুর ও শিকারপুরসহ বিভিন্ন থানায় ছ’টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তালিকায় চুরি, ডাকাতি, ছিনতাই, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। এদিকে ফের পুনের ঘটনায় পুলিশের নজরে আসে সে। জানা গেছে বছর ২৬-এর ওই যুবতী পুনের ফলতান গ্রাম থেকে সাতারা শহরের দিকে যাচ্ছিলেন কাজের খাতিরে। গন্তব্যে কীভাবে পোঁছবেন, সেকথা স্বরগেট বাসস্ট্যান্ডে জিজ্ঞাসা করেছিলেন এক ব্যক্তিকে। উত্তর মিলেছিল। একটি বাস দেখিয়ে বলা হয়েছিল, ওই বাস পৌঁছে দেবে। বিশ্বাস করে উঠেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *