আজ বঞ্চিত পুরুষ সমাজও, মহিলারাও সামিল হলো অধিকারের দাবিতে পথে নেমে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ১৯ নভেম্বর এই দিনটিকে পালন করা হয় বিশ্বজুড়ে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসাবে। অভিযান নামক একটি সংগঠনের সদস্যরা হাওড়ার পথে নামল পুরুষদের দাবি আদায়ে।পুরুষদেরকে এমনকি আইনি ও সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে। অনেক পুরুষকে বঞ্চনারও শিকারও হতে হয় বহুক্ষেত্রে। কেউ থাকে না এমনকি তাদের পাশে দাঁড়ানোর জন্যও। অবশেষে অভিযানের সদস্যরা এগিয়ে এলো এরমকই নির্যাতিত পুরুষদের পাশে দাঁড়াতে। বুধবার সংগঠনএর সদস্যরা পুরুষদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে পথে নামেন হাওড়া সদরের মন্দিরতলা, গ্রামীণের উলুবেড়িয়া, আমতা সহ একাধিক স্থানে। তাদের মূল দাবি, ছেলেদের ফাঁসানো যাবে না, মিথ্যা যৌন মামলায় , চালু করতে হবে লিঙ্গ নিরপেক্ষ আইন ও পিতার অধিকার দিতে হবে সন্তানের উপরও।

পুরুষ অধিকার কর্মী কিংশুক জানান,”এটা পুরুষ অধিকার আন্দোলন। কোনোভাবেই নারী বিরোধী নয় এই আন্দোলন বা সংগঠন। আমাদের মূল কাজ সামাজে ও আইনি ক্ষেত্রে পুরুষদের প্রতি বঞ্চনা রোখাই। পুরুষদের সমসংখ্যক মহিলারাও আছেন আমাদের সংগঠনে।” সংস্থাটি সূত্রে জানা গেছে, এদিন হাওড়া জেলাজুড়ে সংগঠনটির তরফে একাধিক পদযাত্রায় অংশ নেন প্রায় ৬০ জন সদস্য-সদস্যা। আন্দোলনকারীরা এদিন এবিষয়ে কথা বলেন পথচলতি সাধারণ মানুষের সাথেও এমনকি মাস্কও পরিয়ে দেন মাস্কবিহীন মানুষকে। তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পথচলতি পুরুষরা। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন এমনকি সংগঠনের সদস্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *