আদিবাসীদের রেল অবরোধ ধর্মীয় স্বীকৃতি-সহ একাধিক দাবিতে, আটকে বহু ট্রেন, চরম দুর্ভোগে পড়লো নিত্যিযাত্রীরা
বেস্ট কলকাতা নিউজ : চূড়ান্ত দুর্ভোগ তৈরি হল আদিবাসীদের রেল অবরোধের জেরে । মূলত আদিবাসী সমাজ ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দির আদিবাসীদের হাতে তুলে দেওয়ার দাবি ছাড়াও সারনা ধর্মের স্বীকৃতি চায় । এছাড়াও আরও বেশ কয়েকটি দাবি রয়েছে তাঁদের । নিজেদের দাবি আদায়ে আদিবাসীরা রেল অবরোধে সামিল হয় শনিবার সকাল থেকে। মূলত বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে মালদহের আদিনা স্টেশন এবং পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে অবরোধের জেরে। টানা ৩০ মিনিট ধরে অবরোধ চলে এমনকি হাওড়া-বর্ধমান কর্ড শাখার জৌগ্রাম স্টেশনেও।
ফের একবার চাক্কা জ্যাম কর্মসূচি নিল আদিবাসীরা। এর আগেও আদিবাসীরা টানা কয়েকদিন ধরে রেল অবেরাধ চালিয়ে গিয়েছিলেন বেশ কয়েক দফা দাবিতে। এবারও সারনা ধর্মের স্বীকৃতি ও ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দির তাঁদের হাতে তুলে দেওয়ার দাবিতে চাক্কা জ্যাম কর্মসূচি নিলো আদিবাসী সমাজের একটি বড় অংশ। ‘ শনিবার সকাল থেকে রেল অবরোধ চলে আদিবাসী সেঙ্গেল অভিযান’-এর ব্যানারে।
এদিকে রেলের নিত্য যাত্রীরা চূড়ান্ত দুর্ভোগে পড়েন কাজের দিনে এভাবে রেল অবরোধের জেরে । অবরোধের জেরে আটকে পড়ে বহু লোকাল এবং এক্সপ্রেস ট্রেন। রেল ও রাজ্য পুলিশের পদস্থ কর্তারা গিয়েই অবরোধ তোলার ব্যাপারে অবরোধকারী আদিবাসীদের সঙ্গে কথা বলেন দুই জায়গাতে । পরে অবরোধ উঠে গেলে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।