আপনার যদি রেশন কার্ড থাকে, তবে আপনার জন্য গুরুত্বপূর্ণ এই খবরটি ! নাহলে পড়তে হবে বিপদে
বেস্ট কলকাতা নিউজ : অনেকে মূলত রেশন পাচ্ছেন না যোগ্য হয়েও। আবার যোগ্য নন এমন ব্যক্তিরাও সরকারের বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন । এবার সরকার সতর্ক করল সেই সকল ব্যক্তিদেরই। যে ব্যক্তিদের ১০৭৬.৩৯ স্কোয়ার ফুটের বেশি জমি আছে, গাড়ি বা ট্রাক্টর রয়েছে, ফ্ল্যাট রয়েছে, লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র রয়েছে জানানো হয়েছে তারা এই সুবিধা নিতে পারবেন না বলে।
যোগ্য নন এমন ব্যক্তিরাও বিনামূল্যে রেশন নিলে, সরকার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে। এমনকি ফাইন পর্যন্ত গুনতে হতে পারে। জানা গিয়েছে, এ ধরনের ব্যক্তিরা যদি নিজেদের রেশন কার্ড সারেন্ডার না করেন তবে কেন্দ্র শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। স্কুটনির পরে বাতিল হতে পারে এ ধরনের লোকেদের রেশন কার্ড। পাশাপাশি ,নেওয়া হতে পারে আইনি পদক্ষেপও।