আপাতত বাস পরিষেবা বাড়ছে না লোকাল ট্রেন চালু হলেও
বেস্ট কলকাতা নিউজ : আজ বুধবার সকাল থেকেই ফের চালু হল লোকাল ট্রেনের পরিষেবা।অনেকেই মনে করেছিল বাস-অটোর সংখ্যা বাড়তে পারে লোকাল ট্রেন চালু হলেই। আসলে কিন্তু তা বাস্তবে হচ্ছে না। লোকাল ট্রেন চালু হলেও বাসের সংখ্যা বাড়ছে না। জনগণের সুবিধার কথা মাথায় রেখে মঙ্গলবার মোটর ভিকেলস এর অ্যাডিশনাল ডাইরেক্টর কলকাতার গণ পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বৈঠকে বসেছিল মোটর ভিকেলসের দফতরে।
লোকাল ট্রেন চলা মানেই রাস্তায় ভিড় বাড়বে মানুষের। আর ভিড় সামাল দিতে দরকার বাস অটো ট্যাক্সি সংখ্যা বাড়ানো ,সেই বিষয় মাথায় রেখেই এদিন মোটর ভিকেলস এর অ্যাডিশনাল ডাইরেক্টর মোটর ভিকেলসের দফতরে বৈঠকে বসেছিল বাস-ট্যাক্সি অটো ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে। স্বাভাবিকভাবে বাস অটো চলার প্রসঙ্গে বৈঠকে অটো ইউনিয়নের আধিকারিকরা জানিয়েছিল, আজ বুধবার থেকে শহর কলকাতার ১২৫টি রুটে নামানো হবে পর্যাপ্ত অটো।
কিন্তু এই বৈঠকে বাস মালিক সংগঠনের তরফে অতিরিক্ত বাস নামানোর ক্ষেত্রে একাধিক দাবি-দাওয়া রাখা হয়েছিল। জানা যাচ্ছে আজ থেকে শহরে বেসরকারি বাস চলবে মোট সাড়ে ৩-৪ হাজারটি, জেলায় চলবে ৫০০০টি। কলকাতায় মিনিবাস চলবে ৩৫০টি, জেলা্য় মিনিবাস চলবে ৫০০টি। কলকাতার রাস্তায় ৫০০০টি ট্যাক্সি চলবে। অটো চলবে শহরে ১৫০০০টি, জেলায় অটোর সংখ্যা থাকবে ১২০০টি।