আরও ঝাঁঝ বাড়ছে ডিএ আন্দোলনের ২৪শে বিকাশ ভবন অভিযান নবান্নের নির্দেশিকা অমান্য করে
বেস্ট কলকাতা নিউজ : আবারও সুর চড়ছে ডিএ (DA) নিয়ে । সরকারি হুঁশিয়ারি থাকলেও আন্দোলনকারীরা তাতে দমতে নারাজ। সরকারি নির্দেশিকা বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে তাঁরা জানিয়েছেন, শ্রমিক আন্দোলন ভাঙতেই সরকারি নির্দেশিকা দেওয়া হয়েছে।জানিয়েছেন তাঁরা তা মানবেন না বলেও । প্রয়োজনে টিফিন পিরিয়ডে তাঁরা আন্দোলনে বসবেন। এক আন্দোলনকারীর কথায়, “আন্দোলনের চাপে সরকার দিশাহারা। সরকার ও তার আমলাবাহিনী নিত্য নতুন সার্কুলার বা অর্ডার বের করছে। কিন্তু কর্মচারিরা সেসব গ্রাহ্য করছেন না। তাঁরা তাঁদের দাবিতে অনড়। আমরা ১১৫ দিন ধরে শহিদ মিনারে অবস্থান করছি। সরকার বলছে টিফিন টাইমে কর্মচারি-শিক্ষকরা কেবল টিফিন করবেন। এ কেমন কথা? আমাদের তো ট্রেড ইউনিয়নের অধিকার আছে। তা সেটা যদি অফিস টাইমে না করতে পারি, বাড়ি গিয়ে করব? সরকারের এই আদেশনামা আমরা মানছি না।”
উল্লেখ্য, আগামী ২৪ মে সল্টলেক করুণাময়ীতে এক কর্মসূচির ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। সেদিন বেলা ১টায় সংগ্রামী যৌথমঞ্চের এক সমাবেশ হবে বলে জানান সুবীর সাহা, সৌমেন্দ্রনারায়ণ বসু, সৌগত লাহিড়িরা। জানান, পুলিশ আন্দোলনের অনুমতি না দিলেও সমাবেশ হবে। বলেন, “আমরা আন্দোলন করবই। যা করার করুক। বিকাশ ভবনে ২৪ মে ডেপুটেশন দেবো আমরা।” প্রয়োজনে আইনের পথে হাঁটবেন বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনকারীরা।