এবারে বিজেপীর শেষের শুরু, এমনি বক্তব্য রাখলেন চন্দ্রিমা ভট্টাচার্য
নিজস্ব সংবাদদাতা : বিজেপীর শেষের শুরু চলে আসছে আর তাই তাদের মধ্যে এত চাঞ্চল্য ঠিক এইভাবেই বিজেপীকে আক্রমন করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানালেন আমাদের বাংলা রাজ্য একেবারে আলাদাভাবে তৈরী। এই রাজ্যে অনেক গুনি মানুষ এসেছেন। তাদের ছায়াতে আমাদের সোনার বাংলা তৈরী হয়েছে। আর বিজেপী এসে আমাদের সোনার বাংলার গরিমা নষ্ট করে দিতে চাইছে। আর সেটা আমাদের বাংলার মানুষ কিছুতেই হতে দেবে না।
এবারের নির্বাচনে বিজেপীর বাংলা থেকে বিদায় একেবারে নিশ্চিত। দেশের মানুষকে হয়রান করে তাদের মনকে অন্য দিকে ঘুরিয়ে ভোটে বাজিমাত করতে চাইছে বিজেপী। সেটা হবে না। বিজেপীর সাথে সিপিএম একসাথে মিলে ষড়যন্ত্র তৈরী করছে আমাদের বিপক্ষে সেটা কোনদিন আর সম্ভব হবে না। কারন বিজেপীর রাস্তা বন্ধ করে দেবে মানুষ। এই একবার চলে গেলে আর বিজেপী আসবে না। শিলিগুড়ির মানুষের মনেও বিজেপী আর থাকবে না শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছে মানুষ। মুখে কিছু না বললেও বিজেপীকে পছন্দ করছেন না সাধারন মানুষ। এদিন চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা নেতৃত্ব। জেলা সভাপতি জানান আমাদের দরকার সাধারন মানুষের সাথে চলা আর আমাদের মুখ্যমন্ত্রী সেটা করে চলেছেন। তার প্রকল্পের সুবিধা এবং সুযোগ পাচ্ছেন সাধারন মানুষ। তাই তারা তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে ভোট দেবেন না বলে জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি জানান আমাদের এইবার দার্জিলিং জেলা জয়লাভ করতে হবে যেভাবেই হোক এবং তারজন্য আমাদের আমাদের বুথ কর্মীদের তৈরী রাখতে হবে। তবেই আমরা জয়লাভ করতে পারব বলে জানান তিনি।