এস এস বির বিশেষ তল্লাশি অভিযান, লক্ষধিক টাকার মরফিন সহ আটক তিন অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা : এস এস বির বিশেষ অভিযানে লক্ষধিক টাকার মরফিন সহ ধরা পড়লো তিনজন। ভারত এবং ভুটান সীমান্ত থেকে এদিন তিনজনকে অবশেষে আটক করে এস এস বি। জানা গেছে এই তিনজনই বিহারের বাসিন্দা। এরা মূলত বিভিন্ন ধরনের অ সামাজিক কাজের সাথে বহুদিন ধরে জড়িত। এদের পুলিশ আটক করে এদিন প্রায় তিন ঘন্টা জেরা করে। এই তিনজনের কাছ থেকে বহু অবৈধ কাগজপত্র মিলেছে বলেও এদিন এস এস বির তরফ জানানো হয়। এদের জেরা করে এদের সাথে কেউ আলাদা করে জড়িত আছে কি না? তাও এদিন খতিয়ে দেখা হয় এস এস বির তরফ থেকে।


