কোচবিহারে আরও দুটি ওয়েটিং হাব হচ্ছে প্রসূতি মহিলাদের জন্য
বেস্ট কলকাতা নিউজ : কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ এবার আরও দুটি ওয়েটিং হাব তৈরির সিদ্ধান্ত নিল কোচবিহার জেলার প্রত্যন্ত এলাকায় বাড়িতে প্রসব ঠেকাতে। মূলত এই হাব তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা অনুন্নত যেমন সেই জারিধরলা ও দরিবশ গ্রাম এবং তুফানগঞ্জের রামপুর এলাকার মহিলাদের প্রসবের সপ্তাহখানেক আগে নিয়ে আসার জন্য।এই হাবে সপ্তাহ খানেক আগে মহিলাদের নিয়ে এসে তাদের পুষ্টিকর খাদ্য দেওয়া থেকে শুরু করে রাখা হবে পর্যবেক্ষণে। প্রয়োজনে করা হবে এমনকি উপযুক্ত চিকিৎসাও।